নিম্নের বিষয়টি শুনতে পারবেন।
ডাউনলোড করে পড়তে পারবেন।
পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।
অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।
৭৬। সংসদের স্থায়ী কমিটিসমূহ
(১) সংসদ-সদস্যদের মধ্য হইতে একজন সভাপতি ও
অন্যান্য সদস্য
লইয়া স্পিকার ও ডেপুটি স্পিকার (উভয়ের সম্মতি)
নিম্নলিখিত স্থায়ী কমিটিসমূহ নিয়োগ করিবেন: এবং কমিটিতে সরকারি দলের তিন জন সদস্য ও অন্যান্য প্রত্যেক শ্রেণীর অন্তর্ভুক্ত
সদস্যদের মধ্য হইতে দুইজন করে সদস্য (সিলেক্টেড বা ইলেক্টেড)
একটি কমিটিতে থাকিবে।
(ক)
সরকারী হিসাব কমিটি;
(খ)
বিশেষ-অধিকার কমিটি; এবং
(গ)
সংসদের কার্যপ্রণালী-বিধিতে নির্দিষ্ট অন্যান্য স্থায়ী কমিটি।
(২) সংসদ এই অনুচ্ছেদের (১)
দফায় উল্লিখিত পদ্ধতিতে কমিটিসমূহের অতিরিক্ত অন্যান্য স্থায়ী কমিটি নিয়োগ করিবেন
এবং অনুরূপভাবে নিযুক্ত কোন কমিটি এই সংবিধান ও অন্য কোন আইন-সাপেক্ষে
(ক)
খসড়া বিল ও অন্যান্য আইনগত প্রস্তাব পরীক্ষা করিতে পারিবেন;
(খ)
আইনের বলবৎকরণ পর্যালোচনা এবং অনুরূপ বলবৎকরণের জন্য ব্যবস্থাদি গ্রহণের প্রস্তাব
করিতে পারিবেন;
(গ)
জনগুরুত্বসম্পন্ন বলিয়া সংসদ কোন বিষয় সম্পর্কে কমিটিকে অবহিত করিলে সেই বিষয়ে কোন
মন্ত্রণালয়ের কার্য বা প্রশাসন সম্বন্ধে অনুসন্ধান বা তদন্ত করিতে পারিবেন এবং কোন
মন্ত্রণালয়ের নিকট হইতে ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে প্রাসঙ্গিক তথ্যাদি
সংগ্রহের এবং প্রশ্নাদির মৌখিক বা লিখিত উত্তরলাভের ব্যবস্থা করিতে পারিবেন;
(ঘ)
সংসদ কর্তৃক অর্পিত যে কোন দায়িত্ব পালন করিতে পারিবেন।
(৩) সংসদ আইনের দ্বারা এই
অনুচ্ছেদের অধীন নিযুক্ত কমিটিসমূহকে
(ক)
সাক্ষীদের হাজিরা বলবৎ করিবার এবং শপথ, ঘোষণা বা অন্য কোন
উপায়ের অধীন করিয়া তাঁহাদের সাক্ষ্যগ্রহণের,
(খ)
দলিলপত্র দাখিল করিতে বাধ্য করিবার
ক্ষমতা
প্রদান করিতে পারিবেন।
“০০। ককককক= নতুন উপধারা বা ধারা, ককককক= সংযুক্ত, [কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"